শারমিনি অাক্তার, জামালপুর। | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ | প্রিন্ট
জামালপুর সদর উপজেলার পুগলই,১২ নং তিতপল্লাহ ইউনিয়ন পরিষদ, পোস্ট অফিস : কাষ্টসিংগা,থানা ও জেলা জামালপুরস্থ এলাকার বাসীন্দা মোছাঃ ঝরনা খাতুন (২৭) পিতা: মোঃ আব্দুল জলিল স্বামী মোঃ হাফিজুর রহমান,সাং পুগলই,১২ নং তিতপল্লাহ ইউনিয়ন পরিষদ, পোস্ট অফিস কাষ্টসিংগা থানা ও জেলা জামালপুর দুজনের গত ০৪/০১/২০১৬ ইং তারিখে শুভ বিবাহ সম্পন্ন হয়। পেশায় হাফিজুর রহমান গাড়ি চালক। বর্তমানে সে জামালপুর সদর নির্বাচন কমিশন অফিসার জনাব গোলাম মোস্তফা’র গাড়ি চালক হিসেবে নিয়োজিত আছে। ঝরনার সাথে সংসার চলাকালীন পরবর্তীতে হাফিজুর একটি ছেলে সন্তানের বাবা হয়। ঝরনার পারিবারিক অবস্থা খুব একটা স্বচ্ছল না,তাও হাফিজুরের চাকরির সুবাদে ঝরনা ১,৫০,০০০ (এক লহ্ম পঞ্চাশ হাজার টাকা) তার বাবার কাছ থেকে নিয়ে দেয় বলে অভিযোগ করে।
টাকাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে বলে জানায়,ঝরনার বাড়ির আশেপাশের লোকজন।ঝগড়া ঝামেলার এক ঝরনা তার বাবার বাড়িতে চলে আসে জামালপুরস্থ দায়রা জজ আদালতে একটি যৌতুকের মামলা দায়ের করে বলে জানায় ঝরনা এবং সংসারের ঝামেলার শুরু থেকে অদ্যাবদী যা যা পদহ্মেপ ঝরনা নিয়েছে তার সব তথ্য প্রমাণাদি সাংবাদিকদের কাছে হস্তান্তর করে। সর্বোপরি ঝরনার বক্তব্য মতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝরনা সদর থানা, নির্বাচন কমিশন অফিসার, এবং জজ আদালতে দারস্থ হয়েও কোথাও তার অভিযোগের সুষ্ঠু সমাধান পায়নি। ঝরনা সাংবাদিকদের মাধ্যমে একটাই আবেদন জানিয়েছে যে,যেনোতেনো প্রকারে তার স্বামী সন্তান নিয়ে সংসার করার পরিবেশ কিভাবে করা যায় তার জন্য সহযোগিতা কামনা করছি।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।