
সানাউল্লাহ স্বপন, তানোর রাজশাহী প্রতিনিধিঃ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রাজশাহীর তানোরে হারিয়ে যাওয়ার তিন মাস পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে তানোর থানা পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর বুধবার বিকালে পকৃত ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সরনজাই ইউনিয়ন মানিককন্যা গ্রামের মঈনুদ্দীনের ছেলে সৈয়দ মাহমুদ শাওন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিকে পড়ুয়া ছেলে বাসায় এসে তার নিজ এলাকায় একটি স্মার্ট ফোন হারিয়ে ফেলেন ১৭-০৮-২০২২ইং। ওই দিনই থানায় সৈয়দ মাহমুদ শাওন একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তভার পান থানার এস আই মোঃ মজিবুর রহমান। তদন্তকারী কর্মকর্তা ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফোনটি উদ্ধার করেন।
বুধবার ফোনটি সৈয়দ মাহমুদ শাওন এর হাতে হস্তান্তর করেন তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।