
মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
রাজশাহী মহানগরী ও আশপাশ এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১ জানুয়ারি ২০২৫ সকাল সাড়ে ১১ টায়, আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক ডিসেম্বর/২৪ মাসের উদ্ধার হওয়া ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় জিডি (জেনারেল ডায়েরি) করা হলে উক্ত
জিডির তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে মোবাইলগুলো উদ্ধার করে,হারানো মোবাইল ফোন হস্তান্তর করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মীর মো: শাফিন মাহমুদ, স্টাফ এসি মোঃ আল আসাদ সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আর এম পি পুলিশ কমিশনার বলেন,যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।
মোবাইল চুরি এবং হারানো বা চোরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয় ও ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।
Posted ৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।