এ কে এম আজাদ হরিণাকুন্ডু | সোমবার, ২৮ জুন ২০২১ | প্রিন্ট
হরিনাকুন্ডুর বরন্য সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী একেএম আফজালুল হক (৬৫)আজ দুপুর ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ —–ওয়া রাজেউন)। তিনি কিডনী জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখেরী সফরে গমন করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং একমাত্র পুত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল হাসনাত আব্দুল্লাহসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বাদ জহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে মরদেহ হরিনাকুন্ডুস্থ গ্রামের বাড়িতে পৌছানোর পর বাদ এশা (সাম্ভব্য সময়) ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে। মরহুমের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে তার শেষ বিদায়ে শরীক হতে অনুরোধ জানানো হয়েছে। মরহুম একেএম আফজালুল হক আমৃত্যু ঢাকাস্থ হরিনাকুন্ডু সমিতির উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।তিনি হরিণাকুন্ডু প্রেসক্লাব সমিতির সভাপতি মোঃ সাইফুজ্জামান তাজুর ছোট চাচা শশুর ছিলেন। তার মৃত্যুতে হরিনাকুন্ডু সমিতির সভাপতি অধ্যাপক ড. আব্দুর মজিদ এবং সেক্রেটারি প্রকৌশলী নিহাররঞ্জন সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।