জাফিরুল ইসলাম, ঝিনাইদহ | রবিবার, ২০ জুন ২০২১ | পড়া হয়েছে 110 বার
হরিনাকুন্ডুর কৃতি সন্তান জিদানকে RANK ব্যাজ পরাচ্ছেন গর্বিত পিতামাতা-অভিনন্দন সকলকে
তিন বছরের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর নাহিদ আওয়াল জিদানকে লেফটেন্যান্ট (Lieutenant) RANK ব্যাজ পরিয়ে দিচ্ছেন গর্বিত পিতা রবিউল ইসলাম এবং মাতা শাপলা ইসলাম। লেফটেন্যান্ট জিদান ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপি গ্রামের রবিউল ইসলাম ও শাপলা ইসলাম দম্পতির পুত্র। তার বাবা রবিউল ইসলাম হরিনাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক। নানা মরহুম অ্যাড.আয়ূব হোসেন দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং নানী নূরজাহান বেগম দশম সংসদের একজন সাবেক জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জিদান ভবিষ্যতে নিজের যোগ্যতা -দক্ষতার অর্জনের মাধ্যমে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ মর্যদায় অধিষ্ঠিত হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
বাংলাদেশ সময়: ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ২০ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel