আবুল কালাম আজাদ হরিণাকুন্ডু প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২০ মে ২০২১ | পড়া হয়েছে 377 বার
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী হতে হিংগারপাড়া যাতায়াতের একটাই সেতুবন্ধন নবগঙ্গানদের ব্রীজ। দীর্ঘদিন ব্রীজটি ভাংতে ভাংতে মরণ ফাদে পরিণত হয়। প্রভাবশালীদের অবাধ ভারী যানবাহন চলার কারণে বার বার ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। সেতুটি মরনফাদে পরিণত হওয়ায় মানুষের যানচালাল ব্যপক বাধার সম্মুখীন হয়ে পড়ে।বিষয়টি হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার নখদর্পনে আসা মাত্রই তিনি মেরামতের ব্যবস্থা নেন। সেতুটি আপাতত চলার ব্যবস্থা থাকলেও ভারী যানচলালে যুকি রয়েছে তিনি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন। এলকাবাসী নতুন সেতুর জন্য প্রস্তাব আরোপ করেন, বিভিন্ন ফসলের মৌসুমে ফসল বিক্রির একটা পথ এই নবগঙ্গাসেতু। উপজেলা নির্বাহী অফিসারের এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়ে নতুন সেতুর জন্য প্রস্তাব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ১:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel