মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 400 বার
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সর্বহারা বাহিনীর বর্তমান প্রধান আবু সাঈদ মটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার হাসপাতাল থেকে নবনির্বাচিত কাউন্সীলর হাসেম আলীর মটরসাইকেল চুরির সময় তাকে গ্রেফতার করে পুলিশে সোপার্দ করেন সাধারণ জনতা। মটরসাইকেল চোর ও সর্বহারা বাহিনীর প্রধান আবু সাঈদ উপজেলার পারদখলপুর গ্রামের ছানুয়ারের ছেলে বলে জানা গেছে। সে দির্ঘদিন যাবৎ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকাছাড়া বলেও জানা গেছে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান,বৃহস্পতিবার হাসপাতাল থেকে মটরসাইকেল চুরির সময় সাধারণ জনতার হাতে আটক হলে সাধারণ জনতা তাকে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, আগেও গত শনিবার, ৮ জুন, ২০১৯, একটি ওয়ান সুটারগান এক রাউন্ড গুলিসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন ঔই সন্ত্রাসী আবু সাইদ। এছাড়াও বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ৭:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel