হরিণাকুন্ডু প্রতিনিধি : | সোমবার, ২৩ আগস্ট ২০২১ | প্রিন্ট
হরিণাকুন্ডুতে মাথায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একটি সেতুর ওপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শুড়া গ্রামের দোলোখালির মাঠের রাস্তার সেতুর ওপর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের শরীরে শার্ট ও প্যান্ট ছিল। তার বয়স আনুমানিক ৩২ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয়রা ওই মাঠে কৃষিকাজের জন্য গেলে রাস্তায় সেতুর ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।