হরিণাকুন্ডুতে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদ্বোধন করলেন ইউএনও
ঝিনাইদহ প্রতিনিধিঃ |
শনিবার, ১২ জুন ২০২১ | পড়া হয়েছে
198 বার
ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল,এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা ভূমি অফিস প্রঙ্গনে ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানের হরিণাকুন্ডু সহকারী কমিশনার ভূমি রাজিয়া আক্তার চৌধুরি সভাপত্তিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা। প্রধান অতিথি বক্তবে ভূমি মালিকগনের উদ্দেশ্য করে বলেন, ভূমি উন্নযন কর এর দাবী একবার নির্ধারণ হলে সংশোধন করা সহজে সম্ভব হবে না।তাই নির্ভূল উন্নযন কর এর দাবি নির্ধারণের স্বার্থে ভূমি মালিকগনের সার্বিক সহযোগিতা কামনা করেছে,আগামী ৩০ জুন পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেয়া হবে না। ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন,ঘরে বসেই সেবা নিন এবং আপনার ভূমি মালিকানা নিষ্কন্টক রাখুন। ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত সেবা সপ্তহে উপজেলার সকল ইউনিয়নের নায়েব এবং জমি উন্নয়ন কর দাতা গনের উপস্থিত থেকে সেবা সপ্তহ উদ্বোধন করেন।