এ কে এম আজাদ, | শনিবার, ২৬ জুন ২০২১ | পড়া হয়েছে 356 বার
হরিণাকুন্ডুতে ই-নামজারী ও ভূমি আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা) এর সহযোগিতায় সেবা প্রাপ্তি সহজীকরণের লক্ষে তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক ই-নামজারী ও ভূমি আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এসময় সহকারি কমিশনার ( ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৫:০১ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel