| শনিবার, ২৪ জুলাই ২০২১ | প্রিন্ট
এ কে এম আজাদ, হরিণাকুন্ডু থেকে:
ঝিনাইদহে র্যাবের অভিযানে ইয়াবাসহ সৈয়দ শফিকুল ইসলাম ওরফে রনি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দ শফিকুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী থানার শাহাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন বড় ভাদড়া বাজারস্থ ভোলার মোড় রিয়াজ উদ্দিনের ফার্মেসির সামনে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
এ সময় ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে আটককৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয় ।
Posted ৯:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।