এ কে এম আজাদ, হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে জেলা সমাজকল্যাণ কমিটির আর্থিক কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলি রাণী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন , সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী শেখ ফাহাদ আকাশ , উপজেলা সমাজকর্মী জুয়েল আহম্মেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় চিকিৎসা, শিক্ষা সহ বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে ২৪জনের মাঝে জনপ্রতি ২৭শত টাকা কল্যাণ অনুদান বিতরণ করা হয়।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।