আবুল কালাম আজাদ, হরিণাকুণ্ডু প্রতিনিধি : শনিবার, ২৯ মে ২০২১
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে, প্রেসক্লাব সভাপতি ও উপজলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সাইফুজ্জামান তাজুর পরিচালনায় উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ মডেল পৌরসভার রুপকার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা, হরিণাকুণ্ডু পৌরসভার সুযোগ্য মেয়র মোঃ ফারুক হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমূখ। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি দলের মাঝে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলাটিতে ১নং ভায়না ও ৩নং তাহেরহুদা ইউনিয়ন দল প্রতিদন্দিতা করেন।
বাংলাদেশ সময়: ১২:২৮ অপরাহ্ণ | শনিবার, ২৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel