আবুল কালাম আজাদ, হরিণাকুণ্ডু প্রতিনিধি : | বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 460 বার
পবিত্র মাহে রমজান শুরুতেই কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট চলে লাগাবহীন।সারা বাংলাদেশে তরমুজ ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে তাই সাধ থাকলেও সাধ্যে নেই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের। হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা তরমুজ ক্রেতাদের ভোক্তাধীকার নিশ্চিত করতে বিক্রেতাদের প্রতি কঠোর নির্দেশনা দেন, ওজনে নয় থাপকো বিক্রয় করতে হবে, অন্যথায় জরিমানার আওতায় আসবে নির্দেশনা অমান্যকারী বিক্রেতারা। জানাযায় হরিণাকুণ্ডুতে একশ্রেণীর অসাধু তরমুজ বিক্রেতা বিভিন্ন আড়ৎ থেকে থাপকো শো হিসাবে তরমুজ ক্রয় করে হাট বাজারে ক্রেতাদের কাছে কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা দরে তরমুজ বিক্রয় করছিলো এ ঘটনায় হরিণাকুণ্ডুর ক্রেতারা ভোক্তাধীকার থেকে বঞ্চিত হচ্ছিল। বুধবার দুপুরে ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বিভিন্ন হাট ও বাজারে যান এবং ভোক্তাদের অধিকার নিশ্চিতে তরমুজ বিক্রেতাদের ওজনে নয় থাপকো বিক্রয়ের নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনার ফলে তরমুজ ক্রেতাদের মনে সস্তি ফিরে এসেছে।
বাংলাদেশ সময়: ১০:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৮ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel