(নিজস্ব প্রতিনিধি) | শনিবার, ০৫ জুন ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্র আল কাবি মহিউদ্দিন ভূঁইয়া প্রবাল (১৭) হত্যা মামলার অন্যতম দুই আসামীকে আটক করেছে র্যাব। এ হত্যা মামলার একদিন পরে মামলার এ দুই আসামীকে আটক করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। শুক্রবার (০৪ জুন) সন্ধ্যার পর ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে মোঃ রাজন (২৬) ও তৌহিদ (২৫)কে আটক করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। আটককৃত দুইজন হলেন- মামলার এজাহারভুক্ত আসামী ভেরব পৌর শহরের কমলপুর এলাকার আক্তার মিয়ার ছেলে মোঃ রাজন ও একই এলাকার ফুল মিয়ার ছেলে তৌহিদ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভৈরব থানায় একটি হত্যা মামলা করেন নিহত প্রবালের বাবা পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতৃকা হাসপাতালের মালিক মোহাম্মদ হোসেন ভূঁইয়া। ওই মামলায় কিশোর গ্যাং লিডার অন্তরকে প্রধান আসামী করা হয়। অন্য আসামিরা হলো- অন্তরের বাবা জিল্লু মিয়া, তার দুই ভাই নয়ন ও অনিক এবং রাজন ও তৌফিক। ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার সন্ধ্যায় দুজনকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। রাতের মধ্যই দুজনকে ভৈরব থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড-সংলগ্ন দুর্জয় মোড় এলাকার শাকিল মোটরস নামে এক দোকান থেকে প্রবালের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।