| বুধবার, ১১ নভেম্বর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: নিজেদের চার সাংসদকে বহিষ্কারের জের ধরে হংকংয়ের পার্লামেন্ট থেকে বিরোধীদলীয় সব সংসদ সদস্য গণপদত্যাগ ঘোষণা করেছেন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নতুন একটি নীতিমালা তৈরি করেন। যেখানে বলা হয়েছে, হংকংয়ের কোনো সাংসদ স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে অথবা চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে তাদের বরখাস্ত করা যাবে।
একই সঙ্গে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির সহায়তা চাইলে কিংবা অন্য কোনো উপায়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আচরণ করলে তাকেও বরখাস্ত করা যাবে। এই নীতির আলোকে হংকংয়ের ক্ষমতাসীন সরকার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় চার সাংসদকে বরখাস্ত করে। তারা হলেন, সিভিক পার্টির আলভিন ইয়েয়ুং, কোওক কা-কি, ডেনিস কোওক এবং প্রফেশনালস গিল্ডের কেনেথ লিউং।
পাশাপাশি তাদের আগামী বছর অনুষ্ঠিতব্য ভোটের আগে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর জের ধরে বিরোধীদলীয় বাকি ১৫ জন সাংসদও পদত্যাগের করলেন। উল্লেখ্য, হংকং পার্লামেন্টের মোট ৭০টি আসনের মধ্যে গণতন্ত্রপন্থীদের দখলে রয়েছে ১৯টি আসন।
সূত্র: সিএনএন।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।