
প্রদীপ কুমার দেবনাথ, (বেলাব) নরসিংদী | সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কাণ্ডারী। বর্তমান সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের পরিপূর্ণ মেধায় বিকশিত হয়ে পরিপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমে নিজেদের নিযুক্ত করতে হবে। আজ নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কথাগুলো বলেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সম্ভাব্য ভবিষ্যৎ অভিভাবক, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পুত্র, কেন্দ্রীয় আওয়ামী-যুবলীগের কার্যনির্বাহী সদস্য, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এসময় তিনি সকল শিক্ষার্থীদের লেখাপড়া মনোযোগী হতে উপদেশ দেন।
আজ বেলাব উপজেলার পাটুলী উচ্চ বিদ্যালয় মাঠে বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোর্শেদ সারোয়ার লেলিনের পৃষ্ঠপোষকতায়, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর সভাপতিত্বে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মেদ ভূঁইয়া। এ ছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজরুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইশরাত জাহান তামান্না, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ, সরকারি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সাবেক আহবায়ক তাসলিমা আক্তার, পাটুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া সাধন, বেলাব ও মনোহরদীর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক আওয়ামীলীগ নেতাকর্মী, দর্শক, অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক
Posted ৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।