
নবকণ্ঠ ডেস্ক | বুধবার, ২৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। সকাল ৬:১৫ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ফুল সংগ্রহ করে পলিমাটির সদস্যরা আগের দিন সন্ধ্যা হতে নিজেরাই পুষ্পস্তবক তৈরির কাজে লেগে যান যা ছিলো সত্যিই চিত্তাকর্ষক। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিস সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এসময় পলিমাটির সভাপতি উজ্জল আলী, উপদেষ্টা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী আলিফ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য নাহিদ, মাহিম, হাকিম, তৃনা, শ্রদ্ধা, মাধুর্য, রাফা, ফারিয়া, রোকসানা, নিজাম, সাইফসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজানও তাদের সাথে যোগ দেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা ।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।