বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

“স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি”

খন্দকার আমির হোসেন:   |   মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩   |   প্রিন্ট

“স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি”

আজ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩। দিবসটি উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ‘জয় বাংলা চত্বরে’ বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা পুলিশ, নরসিংদীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

পরবর্তীতে পুলিশ সুপার, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী, সভানেত্রী, পুনাক, নরসিংদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাঙালি জাতির চেতনায় অমিয় সুধা আর রক্তে অগ্নিদ্রোহ প্রবাহিত করে শোষণে নিষ্পেষিত বাঙালি জাতিকে সাহসী ও প্রতিবাদী করে যে মহান পুরুষ এ জাতিকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত স্বাধীনতা, তিনি বাংলার মানুষের হৃদয়ের মনিকোঠায় চিরভাস্বর; তিনিই বঙ্গবন্ধু।

১৫ই আগস্ট বাঙালি জাতির সত্ত্বায় ও মননে তৈরি করেছে গভীর ক্ষত ও সৃষ্টি করেছে অসীম দু:খবোধের রেখাপাত। এদিন দিশেহারা বাঙালির প্রাণের উচ্ছ্বাস বাঙালির প্রাণের প্রদীপ দুর্দিনের কাণ্ডারী মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বুলেটে জর্জরিত করে ঘাতক দল যেন বাংলার স্বাধীনতা ও মানচিত্রকেই ক্ষত-বিক্ষত করেছিল। যে বিশ্ব বরেণ্য ও দুরদর্শী বাংলার আকাশের উজ্জ্বল রবিকে খুনিরা চিরতরে নিঃশ্বেষ করে দিতে চেয়েছিল সেই বঙ্গবন্ধুই তাঁর ত্যাগ ও নেতৃত্বের যে আলো জাতির মাঝে ছড়িয়ে গেছেন তা বাঙালি জাতিকে সংগ্রামী ও ত্যাগী হওয়ার পথে অসীম সাহস ও প্রেরণা যুগিয়ে চলেছে নিরন্তর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins