জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : | শনিবার, ০৬ নভেম্বর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিদ্যালয়ে আসার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বখাটে কর্তৃক শ্লীলতাহানীর চেষ্টা করার সময় স্থানীয় এলাকাবাসী ওই বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ নভেম্বর) সকালে তালম ইউনিয়নের গুল্টা বাজার আদিবাসী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অদূরে গোলাপুর গ্রামে। বিষয়ট নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। বখাটে শহিদুল ইসলাম (২২) উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে। গুল্টার আদিবাসী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম প্রায়ই তার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) কে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার ছাত্রীর অভিভাবকরা বখাটের অভিভাবককে জানালেও এ বিষয়ে তারা কোন ব্যবস্থা নেয়নি। এরই ধারা বাহিকতায় ওই ছাত্রী শনিবার সকালে বিদ্যালয়ে আসার সময় বখাটে শহিদুল মোটরসাইকেল নিয়ে ওই ছাত্রীকে রাস্তা আটকিয়ে উত্যক্ত করছিল ও অশালীন কথাবার্তা বলছিল। এলাকাবাসী জানান, এর একপর্যায়ে বিদ্যালয়ের অদূরে গোলাপুর এলাকায় এসে বখাটে মোটরসাইকেল থেকে নেমে ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। আর বিষয়টি রাস্তায় চলাচলকারী লোকজন টের পেয়ে বখাটে শহিদুর ইসলামকে ধরে গণধোলাই দিয়ে বিদ্যালয় কক্ষে আটকিয়ে রাখে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) মোছা. লায়লা জান্নাতুল ফেরদৌসকে পাঠান। তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছা. লায়লা জান্নাতুল ফেরদৌসকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়ে ছিলাম। সেখানে তিনি সব শুনে ছাত্রীর অভিভাবকদের বখাটের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন এবং দুপুর সাড়ে ১২ টার দিকে বখাটেকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ### টি এম এ হাসান সিরাজগঞ্জ
Posted ৯:১০ অপরাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।