
মোঃ ইমরান হোসাইন | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
বরগুনা জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মোঃ বায়জিদ হাওলাদার (৪০) নামে এক যুবক সৌদি আরব যাওয়ার তিনদিনের মাথায় মৃত্যু বরন করেছেন বলে পরিবার নিশ্চিত করছেন। এখন অর্থের জন্য লাশ দেশে আনতে পারছে না পরিবার।মৃত্যু বায়েজিদ বড়বগী ইউনিয়নে চরপাড়া গ্রামের মোঃ ইউনুছ হাওলাদারের পুত্র ।
জানা গেছে ,পরিবারের সচ্ছলতা ফেরাতে ঋণ করে কাজের সন্ধানে গত ১৭ অক্টোবর রাতে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন বায়জিদ। এর তিনদিন পরে ২০ অক্টোবর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।সোমবার বায়েজিদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পবিবারসহ এলাকায় নেমে আসে শোকের মাতম। শেষ বারের মত লাশটা একবার দেখতে চায় তার মা, স্ত্রী ও সন্তান। এখন লাশ দেশে আনতে অর্থের প্রয়োজন। যে টাকা তাদের পরিবারের পক্ষে বহন করা সম্ভব না তাই সরকার সহ বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
বায়জিদের মা মোসাঃ রাহিমা বেগম কান্না জনিত কন্ঠে বলেন,আমি অনেক দিন ধরে অসুস্থ আমার চিকিৎসার পিছনে অনেক টাকা ব্যয় করেছেন। প্রতি মাসে আমার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা মতো প্রয়োজন হয়।পরিবারের চিন্তা করে ধার দেনা,লোন করে সৌদি আরবে যায় আমার ছেলে। আজকে খবর পেলাম যাওয়ার তিনদিন পরেই মৃত্যু হয়। আমি একবার আমার ছেলের লাশের মুখটা দেখতে চাই। সকলের কাছে বায়জিদের মা সহযোগিতা চেয়েছেন ছেলের লাশটা যাতে দেশে আনতে পারেন।
মৃত্যু বায়েজিদের স্ত্রী সিমু বেগম বলেন একদিকে স্বামীর লাশ আনতে অর্থের প্রয়োজন। অন্যদিকে পরিবারের ঋণের বোঝা এবং দুটি সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি। সরকার এবং সমাজের বিত্তমান সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে স্বামীর লাশটি বাড়িতে আনা সম্ভব। তাই আর্থিক সহযোগিতা চেয়েছেন বায়জিদ এর পরিবার। (মৃত প্রবাসী বায়জিদ এর পরিবারের বিকাশ অ্যাকাউন্ট নম্বর-
01924254404/01323621401
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, বায়জিদ নামে এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। এ ছাড়া তাদের পরিবারকে কিছু কাগজ পত্র রেডি করতে বলেছি।
Posted ১০:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।