সোনারগাঁ ইশাখাঁ প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারী ২০২২ইং সন্ধ্যায় সোনারগাঁ ঈশাখাঁ ক্লাবের নিজস্ব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক এস,এম মনির হোসেন। ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে দৈনিক স্বদেশ বিচিত্রা সোনারগাঁও প্রতিনিধি আব্দুল করিম আহবায়ক, দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক বর্তমান কথা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি এস.এম মনির হোসেন যুগ্ম আহবায়ক ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ভিপি পারভেজ কে সদস্য সচিব করা হয়।
সদস্য নির্বাচিত হলেন দেলোয়ার হোসেন, মোঃ অহিদুল্লাহ ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ফটো সাংবাদিক দৈনিক আশ্রয় প্রতিদিন,কে.এম রাজু দৈনিক মুক্ত আলো সোনারগাঁও প্রতিনিধি ও মেঘলা টিভির স্টাফ রিপোটার,মোঃ মাজেদ দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক নবজীবন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আব্দুল মোতালেব প্রধানসহ অন্যান্যরা। পরে নব নির্বাচিত আহবায়ক আব্দুল করিম সবার উদ্দেশ্যে বলেন,
আমরা সকলে কলম সৈনিক। সমাজে ঘটে যাওয়া ঘটনা গুলোর সত্যতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কলমের মূল্য পাঁচ টাকা হলেও এর কালির মূল্য অনেক। হাজার কোটি টাকাতে যেন বিক্রি না হয়। সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে সমাজের অন্যায় অনাচার ও দুর্নীতি সাহসিকতার সহিত নির্ভয়ে তুলে ধরতে সকল সদস্যকে আহবান জানান। সেই সাথে শুভকামনা ও অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।