
এস,এম মনির হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | পড়া হয়েছে 32 বার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আওতাধীন মাঝেরচর শপিং সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি ২০২২ ইং বুধবার সকালে জামপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন কবির ভূইয়ার সভাপতিত্বে পায়রা উড়িয়ে শপিং সেন্টারের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, মাননীয় সাংসদ সদস্য নারায়ণগঞ্জ -২ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আলহাজ্ব আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত, সাবেক এমপি নারায়ণগঞ্জ-৩। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু। জনাব কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। শপিং সেন্টারের সত্ত্বাধিকারী জনাব হাজী আসলাম খোকন।
বাংলাদেশ সময়: ১:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel