নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউ,পি নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে ২৬ শে ডিসেম্বর ২০২১ ইং রবিবার। সকাল ৮ টা হইতে বিকাল চারটা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের পছন্দ মতো পার্থীকে ভোট দিয়েছেন। কোন কেন্দ্রে অপৃতিকর বা কোন সংঘর্ষ ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা যার যার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৈদ্যের বাজার ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।এই ইউপিতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আল আমিন সরকার ও বর্তমান চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ ও সাবেক চেয়ারম্যান মাহাবুব হোসেন সরকার নির্বাচনে অংশ গ্রহণ করেন।বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকেই পুলিশ,বিজিবি,ম্যাজিষ্ট্রেট প্রতিটি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন। উল্লেখ্য যে,এর আগে গত ২৮শে নভেম্বর সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।