-নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টি সমর্থীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদ।
গতকাল সোমবার সকাল থেকে উপজেলার জামপুর ইউপি নির্বাচন উপলক্ষে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।
প্রচারণার অংশ হিসেবে স্থানীয় হাতুড়া পাড়া,কলতা পাড়া ও বস্তল এলাকার অলি-গলিতে বিরাট মিছিল নিয়ে শোডাউন করে এলাকাবাসীদের সঙ্গে গণসংযোগে করেন।
এ সময় তিনি বাজার,রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন। এ সময় শত শত নেতাকর্মীর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ্য যে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮শে নভেম্বর সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নসহ ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।