এস,এম মনির হোসেন : | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩৫৫০ পিস ইয়াবাসহ মাসুদ পারভেজ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মাহাবুব আলমের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
৮ সেপ্টেম্বর ২০২৩ ইং শুক্রবার সকাল ১১ টায় ৩৫৫০ পিছ ইয়াবা নিয়ে মাদক কারবারি চট্টগ্রাম থেকে বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে। এমন সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পাঞ্চল নিউ টাউন এলাকার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি বাজাজ পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, চট্টগ্রাম জেলার জোড়ারগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে মাসুদ পারভেজ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জানান, সকাল ১১ টার দিকে মেঘনা শিল্পাঞ্চল নিউটাউন শপিং কমপ্লেক্স এলাকার সামনে থেকে ৩৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে ও একটি বাজাজ পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।