এস,এম মনির হোসেন : | সোমবার, ২২ মে ২০২৩ | পড়া হয়েছে 70 বার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের তৎপরতায় একের পর এক অভিযানের জালে ধরা পরছে বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ীগন। কখনো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আবার কখনো এলাকার আভ্যন্তরীণ অভিযানে।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল (নারায়নগঞ্জ) শেখ বিল্লাল হোসেন এবং সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ২২’শে মে ২০২৩ ইং শেষ রাত থেকেই ওঁত পেতে থাকে।
অতঃপর সকাল ০৭ঃ৩৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন মেঘনাঘাট সংলগ্ন নিউ টাউন পুলিশ চেকপোস্ট এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব(২০), পিতাঃ মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া গ্রাম- শ্রীপুর থানা- গুরুদাসপুর জেলা- নাটোর নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ী চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel