
এস,এম মনির হোসেন (সোনারগাঁও নারায়ণগঞ্জ) : | বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের করা বিস্ফোরক মামলায় সাংবাদিক শাহজালালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ১৬ অক্টোবর ২০২২ ইং
সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের
চেঙ্গাকান্দি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহজালাল হাজী আলম চাঁনের ছেলে।
পুলিশ সুত্র জানায়, গত ২০১৮ ইং ১০ অক্টোবর উপজেলার হাবিবপুর এলাকায় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালালসহ ৪২জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, ২০১৮ সালের বিস্ফোরক মামলায় বুধবার রাতে শাহজালালকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকেও গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
Posted ১০:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।