এস,এম মনির হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 51 বার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন,বাউন্ডারি ওয়াল ও মেইন গেটের শুভ উদ্ধোধন এবং নবীন বরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১লা ফেব্রুয়ারি ২০২৩ ইং বুধবার সকাল ১১ ঘটিকার সময় সোনারগাঁও পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোনারগাঁও পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড: সামসুল ইসলাম ভূঁইয়া চেয়ারম্যান উপজেলা পরিষদ। মো: রেজওয়ান উল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সোনারগাঁও উপজেলা। মো: ইব্রাহীম সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনারগাঁও,নারায়ণগঞ্জ। সাইফুল ইসলাম প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। মাহবুব আলম অফিসার ইনচার্জ সোনারগাঁও থানা।আবু নাঈম ইকবাল সদস্য জেলা পরিষদ না:গঞ্জ। আরিফুল হক উপসহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সোনারগাঁও উপজেলা। স্বাগত বক্তব্য রেখেছেন মো: মতিয়ার রহমান প্রধান শিক্ষক সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বিদ্যালয়ের ছাত্রীদেরকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, তোমরা পিতা মাতার কথা মতো চলবে সব সময়। দেখবে যারা পিতা মাতাকে সম্মান দিবে একদিন তারাই সাফল্য অর্জন করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ মন্ত্রী হবে। তাই তোমরা সব সময় আল্লাহ্র কথা অনুযায়ী ভালটা গ্রহণ করবে খারাপটা বর্জন করবে। কারন ভাল দিকটা আল্লাহ্র দেওয়া আর খারাপ দিকটা শয়তানের দেওয়া। তাই তোমরা সব সময় ভালর দিকে চলবে এটাই তোমাদের নিকট আমার চাওয়া।
এছাড়া নবীন বরণ অনুষ্ঠানে ছিলো হরেক রকমের পিঠা উৎসবের আয়োজন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীসহ অবিভাবকবৃন্দ।
বাংলাদেশ সময়: ৯:৫০ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel