এস,এম মনির হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 34 বার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুর ইউনিয়নের পাচঁপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইজন খুন ও একজন আহত হওয়ার ঘটনা পরিদর্শন করলেন ডি আই জি সৈয়দ নুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় কাঁচপুর ইউপি চেয়ারম্যান আল-হাজ্ব মোশাররফ ওমর ।
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং দুুপুরে পরিদর্শনকালে তিনি নিহতদের পরিবারের সদস্যদেরকে ভারাক্রান্ত হৃদয়ে শোক ও সমবেদনা জানান।
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং দূপুরে কাচঁপুর পাচঁপাড়া এলাকায় মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন, মৃত সানাউল্লাহ ছানুর ছেলে আসলাম সানি-৪৫ ও মোঃ রনি-৩০ এবং গুরুতর আহত হয়েছেন রফিকুল ইসলাম। বর্তমানে আহত রফিকুল মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়,মৃত সানাউল্লার ছেলেদের সাথে দীর্ঘদিন যাবত তাদের চাচা মহিউদ্দিনের বিরোধ চলে আসছিল । তাদের জমি দখলের বিষয়ে উভয় পক্ষের একাধিক মামলা চলমান ছিল। গতকাল দূপুরে সেই জমিতে সরকারী ড্রেন নির্মানের সময় ড্রেনের সাথে পাইপ লাইন সংযোগ দেন মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানি,রফিকুল ইসলাম ও মোঃ রনি। পানি যাওয়ার জন্য ড্রেনে পাইপ সংযোগ দেওয়ার ফলে প্রতিপক্ষের আপন চাচাতো ভাই মোস্তফা,মফিজুল,মারুফ ও মামুন সহ কয়েকজন তাদের বাঁধা দেয়।এসময় উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মহিউদ্দিনের ছেলে মোস্তফা গংরা অস্ত্র নিয়ে সানাউল্লাহর ছেলে আসলাম সানি,রফিকুল ও রনিকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসলাম সানি ও মোঃ রনিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং রফিকুল মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীণ। এ ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বিবাদী পক্ষের ঘরবাড়ি পুড়িয়ে দেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে জেনে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করেছি।এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ৯:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel