
এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) : | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও
হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ ইং দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: সামসুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ ব্রাহীম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবালসহ সাংবাদিক কর্মী এবং কৃষকশ্রেণীর জনসাধারণ।
এসময় উফশী প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৮০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
এবং হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩০০জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
Posted ৭:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।