মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

সুন্দরবনে শুরু হয়েছে শুটকি আহরন মৌসুম-দুবলার পথে ৩০ হাজার জেলে

মনিরুল হক, স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট

সুন্দরবনে শুরু হয়েছে শুটকি আহরন মৌসুম-দুবলার পথে ৩০ হাজার জেলে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলায় শুক্রবার (০৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শুঁটকি আহরণ মৌসুম। এরই মধ্যে চট্টগ্রাম, কয়রা, সাতক্ষীরা, বরগুনার পাথরঘাটা, পিরোজপুর ও বাগেরহাটের শরণখোলা, রামপাল ও মোংলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রওনা দেবেন দুবলার চরের উদ্দেশে। আগামী ৩১ মার্চ পর্যন্ত মৌসুমের পাঁচ মাস দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির আওতাধীন দুবলার আলোরকোল, মাঝেরকিল্লা, নারলেবাড়িয়া ও শ্যালারচর এই চারটি চরে চলবে শুঁটকি উৎপাদন প্রক্রিয়া। এ জন্য চারটি চরে ১ হাজার ১শ ৮টি জেলে ঘর, ৭৮টি ডিপো ঘর ও শতাধিক দোকানঘর তৈরির অনুমোতি দেওয়া হয়েছে। গত বছর দুবলায় শুটকি মৌসুমে রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৬ কোটি টাকা। এ বছর রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ কোটি টাকা।

আবহাওয়া অনুকূলে থাকলে এবার শুঁটকি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা বনবিভাগের। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণে ২২দিনের নিষেধাজ্ঞা থাকায় শুক্রবার (০৩ নভেম্বর) থেকে সুন্দরবনে শুরু হচ্ছে শুঁটকি আহরণ মৌসুম। চলবে আগামী ৩১মার্চ পর্যন্ত। শুটকি আহরণ মৌসুমে জেলেরা অস্থায়ী থাকার ঘর, মাছ শুকানোর চাতাল ও মাচা তৈরি করবে। সেসব তৈরিতে ব্যবহার করা যাবে না সুন্দরবনের কোনও গাছপালা ও লতাপাতা। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী শুটকি পল্লীতে যাত্রার আগে নৌকা ও ট্রলারে করে অস্থায়ী ঘরসহ মাছ শুকানোর চাতাল ও মাচা তৈরির সরঞ্জাম জেলেদের সাথে করে নিয়ে যেতে হবে। ইতিমধ্যেই এসব জেলেরা নির্ধারিত রাজস্ব দিয়ে সুন্দরবন বিভাগ থেকে পাসপারমিট নিয়েছেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, শুক্রবার থেকে সুন্দরবনের দুবলার আলোরকোল, মাঝেরকিল্লা, নারলেবাড়িয়া ও শ্যালারচর এই চারটি চরে শুটকি আহরন মৌসুম শুরু হচ্ছে। ইতি মধ্যে বন বিভাগের কাছ থেকে পাস নিয়ে জেলেরা দুবলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বনবিভাগের তথ্য অনুযায়ী দুবলার চারটি চরে এই ৫ মাস অবস্থান করে ১০ হাজারেও বেশি জেলে। বেসরকারি হিসাব মতে এর সংখ্যা অনেক বেশি। এবছর দুবলা শুঁটকি পল্লীতে জেলেদের থাকা ও শুঁটকি সংরক্ষণের জন্য ১ হাজার ১শ ৮টি ঘর, ৭৮টি ডিপো এবং শতাধিক দোকান স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins