শেখ সাইফুল ইসলাম কবির | শনিবার, ০৩ জুলাই ২০২১ | পড়া হয়েছে 214 বার
বাগেরহাটের শরনখোলায় দুটি হরিনের চামড়া সহ চার জনকে আটক করেছে র্যাব ৬-এর একটি দল । ৩জুলাই (শনিবার) ভোর রাতে উপজেলার সােনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের আমির মল্লিকের ছেলে মো. জাকির মল্লিক (৪৫), তার ছেলে মো.ওমর সানি মল্লিক (১৯), দক্ষিন রাজাপুর গ্রামের আমির পহলানের ছেলে হাফিজুল (৩৫) ও নুরুল হক ফরাজীর ছেলে মো. মাসুম ফরাজী (৩০)। র্যাব- ৬ এর সহকারী পরিচালক (মিড়িয়া) মো. বজলুর রশিদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা এলাকায় র্যাব ৬এর এস আই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায় । এ সময় দুটি হরিনের চামড়া সহ ওই চার ব্যাক্তিকে আটক করা হয় । আটক কৃতদের বিরুদ্ধে বন্য প্রানী আইনে মামলা দ্বায়ের করে তাদেরকে শরনখোলা থানায় হস্তান্ত করা হবে।
বাংলাদেশ সময়: ৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel