একেএম নূরুল আমিন, গাইবান্ধা | রবিবার, ১৩ জুন ২০২১ | প্রিন্ট
সরকার ঘোষিত নগদ একাউন্টের মাধ্যমে ভাতা ভোগীদের কাছে মোবাইলে টাকা প্রদান করা হয়।প্রকৃত ভাতা ভুগীর দেয়া নম্বরে টাকা না গিয়ে ভুল নম্বরে টাকা চলে যাওয়ায় ভাতা ভোগীরা ছুটছে সমাজ সেবা অফিস, ইউনিয়ন পরিষদ, ইউপি সদস্যদের বাড়ি বিকাশ এজেন্টদের কাছে।মিলছেনা সমাধান, পাচ্ছেনা টাকা।গোপন সূত্রের তর্থ্য অনুযায়ী দলীয়,উপজেলার বিভিন্ন দপ্তরের ভাগ রাটোয়ারায় যে সমস্ত নাম দালাল চাক্রের মাধ্যমে বিলি বন্টন করা হয়েছে তারাই নিজস্ব সিম ব্যবহার করে ভুক্ত ভোগীদের টাকা নিজদের পকেট ভারী করেছে বলে সূত্র বলছে।এবিষয় সমাজ সেবা কর্মকর্তাদের সাথে কথা হলে তারা বলেন,অনেক উপকার ভুজগী টাকা পায়নি।যাদের নামে টাকা পাঠানো হয়েছে তাদের মোবাইল নম্বর গুলো যাচাই করে দেখা হচ্ছে কোন কোন নম্বরে টাকা পাঠানো হয়েছে।যদি ভুল নম্বরে টাকা গিয়ে থাকে সে বিষয় পদক্ষেপ নেয়া হবে।যারা টাকা পায়নি তাদের মধ্যে চলছে নানা গুঞ্জন।পুরাতন কার্ড নারীরা টাকা না পেয়ে ভেঙ্গে পরেছেন।তারা ধারণা করছে তাদের প্রাপ্য টাকা হরিলুট হয়েছে।হয়তো আর, তারা টাকা পাবেনা।তাদের অভিযোগ হরিলুট হওয়া টাকা ফিরে এনে তাদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা কর্তৃপক্ষের দায়িত্ব।
Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।