• শিরোনাম

    সুন্দরগঞ্জে ২১ বছর পর জোড় পূর্বক দ্বিতীয়বার ৩ লাখ টাকার কাবিনামায় স্বাক্ষর নিল স্ত্রী

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ | রবিবার, ২৩ মে ২০২১ | পড়া হয়েছে 190 বার

    সুন্দরগঞ্জে ২১ বছর পর জোড় পূর্বক দ্বিতীয়বার ৩ লাখ টাকার কাবিনামায় স্বাক্ষর নিল স্ত্রী

    সুন্দরগঞ্জে ২১ বছর পর জোড় পূর্বক দ্বিতীয়বার ৩ লাখ টাকার কাবিনামায় স্বাক্ষর নিল স্ত্রী

    apps

    দীর্ঘ ২১ বছরের সংসারে ২ টি কন্যা সন্তানের জননী শাহিদা বেগম। বড় মেয়ে বিয়ে দিয়েছেন,সেও এক সন্তানের জননী। ছোট মেয়ের বয়স ১৩ বছর।তার পরেও কাটেনি মানসিক সন্দেহ। গত ২২ মে শনিবার বিকাল ৫ টায় সুন্দরগঞ্জ উপজেলার ছমিরের বাজার নামক স্থানে পশ্চিম ছাপড় হাটী গ্রামের মৃত মফিজ উদ্দিন ছেলে মকলেছুর রহমান (৪৬) কে তার স্ত্রী উত্তর মরুয়াদহ গ্রামের জামাল উদ্দিনের মেয়ে শাহিদা বেগম উক্ত ওয়ার্ডের মেম্বর মোহাম্মদ আলী,ভুট্টু ও চাহিদার বোন জাহেদ আরো কতিপয় ভাড়াটিয়া লোক দিয়ে মকলেছুর কে জোড় পূর্বক তুলে নিয়ে য়ায় এবং আয়নাল কাজীর ছেলের মাধ্যমে ৩ লাখ টাকা দেনমোহরনা করে পূর্ণরায় বিবাহ রেজিষ্ট্রি করে। ৯ নং ছাপড় হাটী ইউনিয়নেে ৬ নং ওয়ার্ড সদস্য দুদু মিয়া,মকলেছুর,সুনীল বাবু বিষয়টি নিশ্চিত করেন।
    তারা বলেন, গত ২১ বছর আগে ২০ হাজার টাকা দেনমোহরানায় তাদের বিয়ে হয়।সাংসারিক জীবনে শাহিদা নানা জটিলতা সৃষ্টি করে মকলেছুরের বড়ি,ঘর,জায়গা জমি সব তার নিজ নামে দলিল করে নিয়েছে বলে জানান। ২১ বছর পর আবারো জোড় পূর্বক স্বামীকে আটক করে ৩ লাখ টাকার কাবিনামায় স্বাক্ষর করাতে বাধ্য করছে বলে এলাকাবাসীর অভিযোগ। ঘটনার পরে শাহিদা মকলেছুর বাড়িতেই অবস্থান করছে বলে বিষয়টি নিশ্চিত করেন।এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

    বাংলাদেশ সময়: ১:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ