সুন্দরগঞ্জে সর্বানন্দ ইউনিয়নের তালুক বাজিত গ্রামের হরিজন সম্প্রদায়ের এক কিশোরীকে অপহরণ
করে ধর্ষণ এবং আশ্রয়দাতা জনপ্রতিনিধি দ্বারা যৌন হয়রানির বিচার ও আসামীদের গ্রেফতার
দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতি ২৪ জুন
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, বাংলাদেশ রবিদাস ফোরাম
এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন হরিজন যুব ঐক্য পরিষদের প্রধান আহবায়ক রাজেশ বাসফোর,
উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, রাজনৈতিক ব্যাক্তিত্ব বীরেন সরকার মিন্টু, ওয়ার্কার্স পার্টির নেতা
কৃষ্ণ সরকার, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন
প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে
যায় স্থানীয় প্রভাবশালী মোতালেব মিয়া। টানা দেড় মাস পাশবিক নির্যাতনের পর রাতের বেলা মেয়েটির
বাড়ির পাশে রাস্তায় ফেলে রেখে যায় মোতালেব। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে উঠতে
দেয়নি নির্যাতিতাকে। মেয়েটির মা-বাবা বাধ্য হয়ে কিশোরীকে সাবেক ইউপি সদস্য হায়দারের
বাড়িতে রেখে আসেন। কিন্তু সেখানেও ইউপি সদস্য হায়দার, মতিন ও এক সবজি বিক্রেতা কিশোরীকে
ধর্ষণের চেষ্টা চালায়। এঘটনায় মামলা দায়ের হলেও আসামি গ্রেফতার হয়নি। বক্তারা ভিকটিম
এবং তার পরিবারের নিরাপত্তাসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।