
সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ | বুধবার, ২৬ জুন ২০২৪ | প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকের বাড়িতে হামলা লুট- পাটের ঘটনা ঘটেছে।জানা গেছে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের মৃত আব্দুস ছোবাহান সরকারের পুত্র এ কে এম নূরুল আমিন এর সঙ্গে পাশ্ববর্তী ধর্মপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র আনোয়ার হোসেন গং এরকম সঙ্গে দীর্ঘদিন ধরে পাঁকা রাস্তা কাটা নিয়ে মনোমালিন্য চলে আসার এক পর্যায়ে গত ১৫/৬/২০২৪ ইং তারিখ সকাল ১০.২৫ টায় আনোয়ার হোসেন ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল-বল নিয়ে সাংবাদিক এ কে এম নূরুল আমিন এর বাড়ীতে হামলা চালায় এতে সাংবাদিক ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়ার জন্য এগিয়ে আসলে আনোয়ার ১০/১২ জনের সংঘবদ্ধ দলটি সাংবাদিক এ কে এম নূরুল আমিন ও তার স্ত্রী মুক্তা বেগম ছেলে মনিরুজ্জামান কে মারপিট করে,ঘরে প্রবেশ করেন আসবাব পত্র ভাংচুর, তছনছ করে নগদ টাকা ও স্বর্ণাকার লুট-পাট করে নিয়ে যায়। এব্যাপারে সাংবাদিক এ কে এম নূরুল আমিন থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার জানান।
Posted ২:০২ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।