শনিবার ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সুন্দরগঞ্জে যুবলীগ নেতার ২ হাত রগ কেটে হত্যা বিএনপি-জামাতের আটক-৪

একে এম নুরুল আমিন   |   সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি জামাত ও শিবিরের হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহিদুল ইসলাম (৩৮) উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে। জাহিদুল ইসলাম ১ কন্যা ১ পুত্র সন্তানে জনক।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে জাহিদুল ইসলাম ও কবির মিয়া মোটরসাইকেলযোগে বামনডাঙ্গা থেকে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিএনপি জামাত শিবিরের কয়েকজন হঠাৎ রশি টেনে মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয়াসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তার সাথে থাকা কবিরকে মারপিট করে রক্তাক্ত জখম করে। জাহিদুল ও কবিরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এরমর্ধে জাহিদুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তির পর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত সাড়ে ৩ টায় তার মৃত হয়।

নিহত জাহিদুল ইসলাম মৃত্যকালে বিএনপি জামাত শিবিরের ইমতিয়াজ,সামু, খাদেমুলসহ আরও কয়েকজন ছিলেন বলে জানান।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের সূত্রে জানাযায়, উপজেলা সোনারায় ইউনিয়নের পচিম বর্দ্ধনাথ গ্রামের সোরাফ খলিফার পুত্র ইমতিয়াজ, একই গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র সামু মিয়া ও মুসা কালির পুত্র খাদেমুল। তবে বাকিদের নাম এখনো যানাযায়নি।

উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান লিটু বলেন, সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জামাত-বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তিনি।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু বলেন, পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা জাহিদুল ইসলামকে হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে সোমাবার সকালে ছাইতানতোলা বাজারে যুবলীগ নেতা জাহিদুল ইসলামের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে উপজেলা আওয়ামীলীগ ও তার অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, গুরুতর আহত অবস্থায় জাহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর পরই তার মৃত্যু হয়েছে। এঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

জেলা পুলিশ সুপার কামাল হোসেন ঘটনা স্থান পরিদর্শনে আসলে সাংবাদিকদের জানান, এঘটনায় রাতে অভিযান চালিয়ে ৪ জন কে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins