গাইবান্ধা জেলা প্রতিনিধি | সোমবার, ২৪ মে ২০২১ | পড়া হয়েছে 204 বার
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বয়স্ক,বিধুবা,প্রতিবন্ধী ভাতা ভুগীদের নতুন তালিকা প্রকাশে নানা জটিলতায় পড়েছে ইউপি চেয়ারম্যান ও সদস্য গণ। গত ২১ মে শান্তিরাম ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের (খামার ধুবনী) তালিকায় স্বামী সংসার করা ২ মহিলা মোছাঃ শহর ভানু স্বামী মোঃ কাইচলা মন্ডল,মোছাঃ হাছিনা বেগম স্বামী মোঃ মোসলেম আলী ইউপি সদস্য মোজা হার আলীর তালিকা ভুক্ত হয়। এলাকা বাসী জানায়,শহর ভানুর স্বামী ফুল মিয়া মারা যাওয়ার পর একই গ্রামের খোকা মিয়া সাথে অবৈধ সম্পর্কের জের একটি পুত্র সন্তান জন্নে দেয়।এর পর কাইচা মন্ডলের সাথে বিবাহ হয়।বর্তমান তার এক ছেলে, এক মেয়ে আছে।মেয়েটির বিবাহ হয়েছে, তার একটি সন্তানও আছে। হাছিনা বেগম ঢাকায় বিবাহ করে বাড়ি নিয়ে আসে এবং ভাষা পরিবর্তন করে ঢাকাইয়া ভাষা জামাই অর্থাৎ স্বামী। ছেলে ও ছেলের বৌ কে ধর্ম জামাই পরিচয় দিয়েই আজও বিদ্যমান।হাসিনার পূর্বের স্বামী জাবেদ আলী মারা যাওয়ার পর নাটকীয় ঘটনার জন্ম দেয়। এলাকায় অনেক বিধুবা থাকার পরও কোন খুঁটির বলে স্বামী ওয়ালা মেয়ের বিধুবা ভাতা হলো বিষয়টি ক্ষতিয়ে দেখে আইন গত ব্যবস্থা নেয়া আশু প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন।
বাংলাদেশ সময়: ১:২০ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel