একেএম নূরুল আমিন, গাইবান্ধা | সোমবার, ২৪ মে ২০২১ | প্রিন্ট
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধিনস্ত।
এই বামনডাঙ্গায় রেলওয়ে বিভাগের দুইটি প্রকৌশলী কার্যালয় বর্তমান। কার্যালয় দুটিতে দুইজন উর্ধতন-উপ-সহকারী প্রকৌশলী কর্মরত আছেন। পদবী যথাক্রমে উর্ধতন -উপ-সহকারী প্রকৌশলী (কার্য্য) ও উর্ধতন-উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে)।
অবস্থান ও কার্যত বামনডাঙ্গা স্টেশনটি অন্যান্য জেলা সদরের স্টেশনের থেকে অনেক গুরুত্ব বহন করে।
২২ শে মে ২০২১ ইং বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনটির আধুনিকায়নের নিমিত্তে ভিত্তি প্রস্তর কার্য্যের উদ্ভোধন করেন স্থানীয় সাংসদ ২৯-গাইবান্ধা, ১ – সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব শামিম হায়দার পাটোয়ারী। উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ, বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা পূর্ণেন্দু দেব, বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল্ মারুফ, উর্ধতন-উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে), উর্ধতন-উপ-সহকারী প্রকৌশলী (ওয়ার্কস্) ও স্বত্বাধিকারী কোর ইন্টারন্যাশনাল (ঠিকাদারি প্রতিষ্ঠান) মোঃ সাদিকুর রহমান শাহীন মহোদয় সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ জনাব শামিম হায়দার পাটোয়ারী তাঁর বক্তব্যে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়নে বাংলাদেশ সরকারের মাননীয় রেল মন্ত্রীর আন্তরিকতার উদ্বৃতি দিয়ে বলেন যে, শুধু মন্ত্রীই নন্, এই সরকার উত্তরাঞ্চলের উন্নয়নে খুবই আন্তরিক! তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের সার্বিক কাজে সহযোগিতা করার আহ্বান জানান!
Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।