গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ | রবিবার, ২৩ মে ২০২১ | প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭৬লক্ষ ২১হাজার ৭৪১টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বোয়ালী মাদ্রাসা থেকে কঞ্চিবাড়ী পর্যন্ত প্রায় ১কিলোমিটার সড়কে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্তি মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
কঞ্চিবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন চাকলাদারের সভাপতিত্বে উদ্বোধন শেষে ছিলামনি বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা দেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপ-সহকারি প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, ঠিকাদার সাইদুর রহমান প্রামাণিক ও উপজেলা জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর প্রমূখ।
Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।