একেএম নূরুল আমিন,গাইবান্ধা জেলা প্রতিনিধি। | বুধবার, ২৬ মে ২০২১ | প্রিন্ট
।সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান(কালির ভিটা) গ্রামের নবির হোসেন ভাঙ্গারী(৬২) নামে এক ব্যাক্তি ফাঁসি দিয়ে আত্ন হত্যা করায়, মৃত্যু নিয়ে চলছে নানা গুনজন। ২৬ মে তার নিজ বাড়ির আঙ্গিনায় মরদেহ পুলিশ ময়না তদন্তের রির্পোট লেখা অবস্থায় ভিডিও ধারণ করা হয়। জানা যায়,নবির হোসেন শাররীক ভাবে অসুস্থ ছিল।পর পর ৩ বার অপারেশন করে বাইপাশ সার্জারীর মাধ্যমে পায়খানা প্রসাব করত। শাররীক ভাবে অসুস্থ ছিল।গত ২৫ মে রাত ১১টা পর্যন্ত চার মস্ত জিদ নামক বাজারে আর্থিক লেনদেন বিষয় ঝামেলা ছিল বলে এলাকাবাসীর অভিযোগ উঠেছে, তিস্তা ব্রীজে কাজ পাইয়ে দেয়ার জন্য বেশ কিছু লোকের দালালীর মাধ্যমে কয়েক লাখ টাকা লেনদেন করে ছিল। কাজ না পাওয়ায় টাকার চাঁপ দেয়ায় সে হয়তো আত্নীয় হত্যার পথে বেছে নিয়েছে। আবার অনেকেই বলছে, সে মানষিক ভাবে শক্ত ছিল।আত্নহত্যা করার মতো লোক নয়। তবে পারিবারিক ভাবে তার স্ত্রী ও ছোট মেয়ের সাথে সম্পর্কের ঘটতি ছিল। কোথায়, কি ভাবে, কখন, কি দিয়ে ফাঁস দিয়েছে, তার সঠিক আলামত নেই।তবে, তার গলায় ফাঁসের চিহৃ আছে।যে দড়ি পুলিশকে দেয়া হয়েছে তা ফাঁসের জন্য সন্দেহজনক বলে ধারনা করা। ধুবনী কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে এস আইন মশিউর রহমান উপস্থিত ছিলেন এবং রির্পোট লিখছিলেন।
Posted ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।