গাইবান্ধা জেলা প্রতিনিধি। | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | প্রিন্ট
সুন্দরগঞ্জে আর্কষিক কাল বৈশাখীর তান্ডবের চুরমার হয়ে গেল শেষ আশা্রয় টুকু। সোমবার(২৪ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় তাণ্ডব চালিয় কালবৈশাখী ঝড়। সঙ্গেছিল ভারি বৃষ্টিপাত ও ঝড়-হাওয়া। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আমিরুদ্দিন ও তার মেয়ের দুটি ঘর। চুরমার করেছে ঘরের আসবাবপত্র। নষ্ট করেছে ধান,চাল। এলাকা বাসী জানায়, সোমবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত প্রায় ১ ঘন্টা কালবৈশাখীর আর্কষিক ঝড়-হাওয়া সহ বৃষ্টিপাতের কবলে ক্ষতিগ্রস্ত মানুষদের আহাজারি করতেও দেখা যায়।বিধ্বস্ত ঘরবাড়ির আঙ্গিনায়, খোলা আকাশের নীচে চাতক পাখির মত নীরব নীথর,নির্বাক চাহনিতে দ্বাড়িয়েছে আছে। উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাদামের চর গ্রামের ক্ষতিগ্রস্ত আমিরুদ্দিন মিয়া বলেন, সোমবার বিকেলে কালবৈশাখীর ঝড়ের কবলে বাড়ির সব কটি ঘর ভেঙ্গে চুরামার হয়েছে। ফলে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। অথচও এখন পর্যন্ত কোনো জন প্রতিনিধিরা খোঁজ-খবর নিলো না। এদিকে একই গ্রামের সচেতন নাগরিকগণ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপজেলার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন
Posted ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।