লিটন মিয়া লাকু | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ ২টি মোড়ে অশঙ্কাতীতহারে বৃদ্ধি পেয়েছে দুর্ঘটনা। রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার।
স্থানীয়রা জানান, শোভাগঞ্জ বাজার ভায়া সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহা-সড়কে নির্মিত মরুয়াদহ ব্রীজের পশ্চিম পার্শ্বে অবস্থিত চৌ-রাস্তামোড়। মোড়ের পূর্ব-পশ্চিম দিকে প্রবাহিত আঞ্চলিক মহা-সড়ক কাটাকাটিভাবে উত্তর-দক্ষিণ দিকে সুন্দরগঞ্জ কলেজমোড় থেকে মাঠেরহাটগামী আর একটি গ্রামীণ পাকা সড়ক অতিবাহিত হওয়ায় সৃষ্টি হয়েছে চৌ-রাস্তামোড়। এ মোড়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রত্যেক দিনই হাট-বাজারে আসা সাধারণ মানুষ ও পথচারীদের নিরাপত্তায় দুর্ঘটনারোধে এ চৌ-রাস্তা মোড়সহ ব্রীজের পূর্ব-পার্শ্বের স্কুল-কলেজ মোড়ে ঘটছে দুর্ঘটনা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় দৈনন্দিন দুর্ঘটনার সংখ্যা গুণতে হয়।
প্রাচীনতম ও ঐতিহ্যবাহী ‘শোভাগঞ্জ’ বাজারটি উপজেলার দ্বিতীয় বৃহত্তম গণসংযোগস্থল হিসেবে গুরুত্ব বহণ করলেও সরকারীভাবে তেমন কোন উন্নয়ন সাধিত হয়নি। প্রত্যহ সকাল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট বাজার ছাড়াও প্রতি শনি ও মঙ্গলবার হাটে বসে। হাট-বাজারে বেচা-কেনা হয় গরু-মহিষ, ছাগল-ভেড়া, বাই-সাইকেল, রিক্সা-ভ্যান,ধান-চাল- পাট, হাঁস-মুরগী, বাঁশসহ কৃষি উৎপাদিত নিত্য- প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, আমদানীকৃত শিল্পপণ্য।
খাস খতিয়ানভুক্ত মাত্র ৬২ শতক জমি হলেও ব্যক্তি মালিকানা জায়গায় রয়েছে অসংখ্য দোকান-পাঠসহ ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও-বীমা, পোষ্ট অফিস। এ বাজারকে ঘিরে ডিগ্রী কলেজ, মহিলা কলেজ, মাধ্যমিক ভোকেশনাল স্কুল ও কলেজ, আশপাশে ৩টি দাখিল মাদ্রাসা, ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪টি পাবলিক স্কুল (কেজি), বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপ-স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ ব্যাংক, পশু-পাখি কল্যাণ কেন্দ্র ও কৃত্রিম প্রজনন পয়েন্ট, বিবর্তনে হারিয়ে গেছে নৌ-যোগাযোগ ব্যবস্থা, টাওয়ারসহ টি এ্যাণ্ড টি উপ-কেন্দ্র (ওয়ার্লেস) সরঞ্জামাদী, আদমজি ও খালিশপুরের দু’টি পাট ক্রয় কেন্দ্র ও গুদামের অস্তিত্বসহ আরো বেশকিছু চিত্র।
স্কুল ও কলেজগামী শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষক-কর্মচারী, পথচারীসহ কিছু হাটুরে জানান, ব্রীজের দু’পাশের এ দু’টি মোড়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। সরকারী প্রাথমিক বাদ্যালয়, কেজি স্কুল, উচ্চ বিদ্যালয়, ডিগ্রী কলেজসহ পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার মাত্রা বেড়ে গেছে। রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।