টি এম এ হাসান, সিরাজগঞ্জ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে- সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার পৌরএলাকার খান সাহেবের ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে সদর উপজেলার শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর – কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের উদ্দেশ্যে বলেন , সমাজে কোন প্রকার মাদকের কায় কারবার হবেনা। সমাজ মাদকের কোন কায়কার বার করতে দেয়া হবে এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, নবনির্বাচিত পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা, সিরাজগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি হযরত মওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, দরগা রোডস্থ মসজিদুল কোবা জামে মসজিদের খতীব হযরত মওলানা রুহুল আমিন প্রমুখ। এর আগে সকালে জেলার কামারখন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে- কামারখন্দ উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ প্রাপ্ত অনুষ্ঠানে ৬০ জন ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর-কামারখন্দ এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এ ইমাম সম্মেলনের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান – এস এম শহীদুল্লাহ (সবুজ), কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস মোছাঃ সম্পা খাতুন, জামতৈল ইউনিয়ন পরিষদের মোঃ মোকবুল হােসেন, সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারা হোসেন শেখ সহ অনেকে।
Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।