
সিরাজগঞ্জ প্রতিনিধি: | শুক্রবার, ০৫ মে ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ মে) উদ্ধারকৃত ট্রেনের ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেন আসার পর ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন ঘুরানোর সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উভয় পাশে আটকা পড়ে পাঁচটি ট্রেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিজ ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছায়। এরপর তাদের ৪২ মিনিটের চেষ্টায় রায় ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়। তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।