জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | প্রিন্ট
: সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (১৬ জুন) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন ইবি রোডের শহীদ মিনার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. রবিউল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩টি মামলাতে ওয়ারেন্ট আছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একসঙ্গেই রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আসছিলাম এমন সময়ে ইবি রোডের শহীদ মিনারের সামনে থেকে তাকে আটক করা হয়। আমি সুইটকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আটক আবু সাঈদ সুইট সিরাজগঞ্জ জেলা যুব দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন ও বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তাকে গ্রেফতার করায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। টি এম এ হাসান সিরাজগঞ্জ
Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।