
টি এম এ হাসান, সিরাজগঞ্জ : | রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ন সম্পাদকসহ গ্রেফতার ৪
সিরাজগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ন সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেফতার করছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত। গ্রেফতারকৃতরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক রাশদেুল হাসান রঞ্জন, কর্মী রেজাউল করিম ও ইমন বাশার। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তিরা ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামী। আগামীকাল রবিবার (২ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, এছাড়াও এসকল মামলার অন্য আসামীদের ধরতেও অভিযান চলছে। উল্লেখ্য, বৃহস্পতবিার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির কর্মীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭০ জন নেতাকর্মী আহত হন। এঘটনায় নাম উল্লেখ ও অজ্ঞাত সহ বিএনপির প্রায় সাড়ে ৭’শ নেতা-কর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের হয়। এর মধ্যে তিনটি মামলা দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে এবং বাকি মামলাটি আওয়ামীলীগের একজন কর্মী বাদী হয়ে দায়ের করেন।
Posted ৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।