টি এম এ হাসান , সিরাজগঞ্জ: | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাবেক সভাপতি নুর কায়েম সবুজ কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার সয়া ধানগড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ ৫টি মামলার ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। ওসি নজরুল ইসলাম বলেন, নুর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার ওয়ারেন্ট আছে। এর প্রেক্ষিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে শহরের সয়া ধানগড়া মহল্লা থেকে আটক করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বি এন পির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বি এন পির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, নুর কায়েম সবুজকে যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে আটক করা হয়েছে এগুলো সব রাজনৈতিক মামলা। আমি তার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার নিশর্ত মুক্তি দাবি করছি। এদিকে নুর কায়েম সবুজকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিশর্ত মুক্তি দাবি করেছেন জেলা বিএন পির সভাপতি রুমানা মাহমুদ, যুগ্ম সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ সহ বি এন পি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ### টি এম এ হাসান সিরাজগঞ্জ
Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।