মঙ্গলবার ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

>>

সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েত পুর নদীতে নৌকা থেকে পরে ২জনের মৃত্যু, নিখোঁজ ৫

 টি এম এ হাসান , সিরাজগঞ্জ:   |   শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট

সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েত পুর নদীতে নৌকা থেকে পরে ২জনের মৃত্যু, নিখোঁজ ৫
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদীতে একটি যাত্রীবাহী নৌকা তীব্র স্রোতের প্রবলে পড়ে ডুবে যাবার উপক্রম হয়ে কয়েকজন যাত্রী নদীতে পরে যাবার ঘটনা ঘটে। এর মধ্যে দুজন মারা গেছেন ও এখন পর্যন্ত আরও ৫জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খোঁজাখুজি করে না পাওয়া যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সকাল।থেকে এই উদ্ধার অভিযান আবারও পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। নিখোঁজরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান, জানান এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরীফের বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে জামালপুরের বিভিন্ন অঞ্চল থেকে মাহফিলের জন্য বাঁশ সংগ্রহ করা হয়েছিল। সেগুলো নিয়েই দরবারে আসছিলেন মুরিদরা। তবে তাদের বহন করা নৌকাটি এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় এলে বেশ কয়েকজন যাত্রী বাঁশসহ পড়ে যায়। এ সময় অন্যান্যরা সাঁতার কেটে তীরে উঠলেও সাতজন নিখোঁজ হন। এদের মধ্যে স্থানীয়রা দুই জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত হয়ে যাওয়ায় তা আজকের মতো বন্ধ করে দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। ### টি এম এ হাসান সিরাজগঞ্জ
Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins